Wellcome to National Portal
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ সেপ্টেম্বর ২০২৩

মোঃ শহিদুল ইসলাম

 

       নির্বাহী সচিবের জীবন বৃত্তান্ত

জনাব মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলার শৈলকুপা ‍উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো: জহুরুল হক বিশ্বাস ছিলেন একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং মা আসমানি বেগম ছিলেন একজন গৃহিনী। ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ১ম সন্তান। তিনি যশোর জেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও কেশবপুর কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্মাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

জনাব মোঃ শহিদুল ইসলাম ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি মাঠ প্রশাসনে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটসহ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রংপুর জেলার পীরগাছা এবং রাজশাহী জেলার বাঘা উপজেলায়  উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলায় দায়িত্ব পালন করেন। রংপুর ও লক্ষ্মীপুর জেলার জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা, পায়রা বন্দরে এস্টেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে খাগড়াছড়ি জেলায় কর্মরত ছিলেন। বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়িত ছিলেন। জনাব মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদে যোগদানের পূর্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হিসেবে খুলনা বিভাগে কর্মরত ছিলেন।

উচ্চতর প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি ভারত, ভিয়েতনাম, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দুই পুত্র সন্তানের জনক, তাঁর সহধর্মিণী একজন গৃহিনী।